গত বছর জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন দমাতে আন্দোলনকারীদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ( ৯ জুলাই) প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী এক প্রতিবেদনে গুলি করার নির্দেশ দেওয়ার বিষয়টি উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলন দমাতে শেখ হাসিনা ফোনে সরকারি একজন শীর্ষ কর্মকর্তাকে “প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে” বলে নির্দেশ দিয়েছিলেন। সেই ফোনালাপের রেকর্ড হাতে পেয়েছে বিবিসি। রেকর্ডটি যাচাই করে বিবিসি নিশ্চিত হয়েছে, কণ্ঠটি শেখ হাসিনারই। ২০২৪ সালের ১৮ জুলাই তারিখে রেকর্ড হয় এ ফোনালাপ।
ফোনালাপের অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, “যেখানেই ওদের (বিক্ষোভকারী) পাওয়া যাবে, গুলি করা হবে”। ওই ফোনালাপ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। যেদিন তার পতন হয়, সেদিনেই ঢাকা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে বিচারকাজ চলছে এখন।
জাতিসংঘের হিসাবে, গত বছরের জুলাই-আগস্টে হওয়া ছাত্র-জনতার সহিংস আন্দোলনে প্রায় ১৪০০ মানুষ নিহত হন। আহত ও পুঙ্গত্ব বরণ করেন আরো অনেকে।
ব্রিটিশ ফরেনসিক অডিও বিশেষজ্ঞ দল ইয়ারশট এবং বাংলাদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফাঁস হওয়া অডিওটি পরীক্ষা করেছে। তারা অডিওটি অবিকৃত এবং বিশ্বাসযোগ্য বলে নিশ্চিত করেছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে