অনির্দিষ্টকাল ঢাকায় যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২৫


পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানী ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের আশপাশসহ কিছু এলাকায় সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, ধর্মঘট, শোভাযাত্রাসহ সবধরনের আন্দোলন নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে। গণবিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে  ০৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আওতায় সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পার্শ্ববর্তী এলাকার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকার কথা উল্লেখ করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর