পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানী ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের আশপাশসহ কিছু এলাকায় সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, ধর্মঘট, শোভাযাত্রাসহ সবধরনের আন্দোলন নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে। গণবিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ০৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আওতায় সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকার কথা উল্লেখ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে