সব দল একমত: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৫

 নাগরিকের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার জন্য দেশের উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১০ম দিনের আলোচনা শেষে কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সোমবার ( জুলাই) রাজধানী ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে   আলোচনা হয়। আলী রীয়াজ বলেন, একমত হলেও রাজনৈতিক দল জোটগুলো অধস্তন আদালত সম্প্রসারণে কিছু বিষয় বিবেচনা নেওয়া প্রয়োজন মনে করে। এর মধ্যে আছে- সদর উপজেলা জেলা জজ কোর্টের অধীন করে সুনির্দিষ্ট করতে হবে। বিদ্যমান চৌকি আদালত দীপাঞ্চল ইতোমধ্যে প্রতিষ্ঠিত উপজেলা আদালত বহাল রেখে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে। জেলা সদরের কাছাকাছি উপজেলা প্রয়োজন নেই, এ জন্য প্রয়োজনীয় জরিপ করতে হবে। অবশিষ্ট যেসব উপজেলা থাকবে জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী যাতায়াত সুবিধা, অর্থনৈতিক অবস্থা মামলার সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আদালত স্থাপন করতে হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর