নাগরিকের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার জন্য দেশের উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১০ম দিনের আলোচনা শেষে এ কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সোমবার (৭ জুলাই) রাজধানী ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনা হয়। আলী রীয়াজ বলেন, একমত হলেও রাজনৈতিক দল ও জোটগুলো অধস্তন আদালত সম্প্রসারণে কিছু বিষয় বিবেচনা নেওয়া প্রয়োজন মনে করে। এর মধ্যে আছে- সদর উপজেলা জেলা জজ কোর্টের অধীন করে সুনির্দিষ্ট করতে হবে। বিদ্যমান চৌকি আদালত দীপাঞ্চল ও ইতোমধ্যে প্রতিষ্ঠিত উপজেলা আদালত বহাল রেখে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে। জেলা সদরের কাছাকাছি উপজেলা প্রয়োজন নেই, এ জন্য প্রয়োজনীয় জরিপ করতে হবে। অবশিষ্ট যেসব উপজেলা থাকবে জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী যাতায়াত সুবিধা, অর্থনৈতিক অবস্থা ও মামলার সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আদালত স্থাপন করতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে