ইউক্রেনকে সহায়তার ক্ষেত্রে ট্রাম্পের শর্ত

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৫

ইউক্রেন তার নিজের ভূখণ্ডে থাকা বিরল খনিজ উপাদান যুক্তরাষ্ট্রকে দিতে সম্মত থাকলেই েদেশটিতে সহায়তা অব্যাহত রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ শর্তে রাজি না হলে নতুন সহায়তা বন্ধ থাকবে, সেই সঙ্গে বিগত বাইডেন প্রশাসনের সময় দেশটিকে দেওয়া সব সহায়তা ফেরতের জন্য কিয়েভকে চাপ দেওয়া হবে।

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন শর্তের কথা জানান ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত কিয়েভকে সামরিক অন্যান্য খাতে সহায়তা বাবদ হাজার থেকে হাজার ৫০০ কোটি ডলার সহায়তা দিয়েছে তার দেশ। এর বিনিময়ে কিছুই না নিয়ে কেবল সহায়তা অব্যাহত রাখলে সেটা ওয়াশিংটনের জন্য হবে বড় ধরনেরনির্বুদ্ধিতা

সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমি আমাদের অর্থের নিরাপত্তা চাই। কারণ ইতোমধ্যে ইউক্রেনে হাজার হাজার কোটি ডলার খরচ করে ফেলেছি আমরা। তাদের (ইউক্রেন) ভূমি সম্পদে পরিপূর্ণ; বিরল খনিজ উপদান বলুন, তেল-গ্যাস বলুন কিংবা অন্যান্য ভূমিজ সম্পদ তাদের প্রচুর পরিমাণে রয়েছে। তাদের বলেছি, ইউক্রেনের কাছ থেকে হাজার কোটি ডলার সমমূল্যের বিরল খনিজ উপাদান চায় ওয়াশিংটন। কিয়েভ মৌখিকভাবে এতে সম্মতিও দিয়েছে। এখন শুধু লিখিত চুক্তির অপেক্ষা। ইউক্রেনের খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান ট্রাম্প। সূত্র : আরটি

 

বিডি২৪অনলাইন/আই/এমকে



মন্তব্য
জেলার খবর