নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার ব্যয় বহন করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারী ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট পর্যবেক্ষণের জন্য  বিশ্বের ২৬টি দেশ ৭টি আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এসব দেশ সংস্থা থেকে আগত মোট ৮৩ জন বিদেশি পর্যবেক্ষকের আবাসন খাবারের ব্যয়ভার বহন করবে কমিশন। আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতেই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার ( জানুয়ারি) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে।

ইসি জানায়, অতীতের নির্বাচন পর্যবেক্ষণের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, পর্যবেক্ষকদের অংশগ্রহণ ছিল বৈচিত্র্যময়। সব শেষ দ্বাদশ সংসদ নির্বাচন ৪০টি পর্যবেক্ষক প্রতিষ্ঠানের ৫১৭ জন বিদেশি এবং স্থানীয় ৮৪টি প্রতিষ্ঠানের ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক অংশ নেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর