পাবনার চাটমোহরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আলী হোসেন নামের এক স্কুলছাত্র। ছাইকোলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলী হোসেন ওই গ্রামের সামাউল হোসেনের ছেলে, ছাইকোলা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করতো সে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোররাতের যে কোনো এক সময় আত্মহত্যা করে সে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঠিকমতো লেখাপড়া করতো না আলী হোসেন। লেখাপড়ার চেয়ে খেলাধুলায় ঝোঁক ছিল তার। এ নিয়ে আলী হোসেনকে বকাঝকা করেন তার বাবা। এরপরই রাতে নিজের শোবার ঘরে ঘুমাতে যায় সে। সকালে ঘুম থেকে না উঠায় তার ঘরে যায় পরিবারের এক সদস্য, এ সময় তাকে গলায় মাফলার দিয়ে প্যাঁচানো অবস্থায় ডাবের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেন। এরপর পরিবারের লোকজন ও পড়শিরা জড়ো হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি২৪অনলাইন/সি/এমকে