যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন ইস্যূতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর ঘোষণা দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সৌজন্যে সাক্ষাৎ করেছে। সৌজন্য বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকের পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা, নির্বাচন নিয়ে চিন্তাভাবনা সম্পর্কে মত বিনিময় করেছেন বিএনপি প্রতিনিধিরা। তারা বলেছেন, এ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে পূর্ণ সমর্থন আছে তাদের, ভবিষ্যতেও সমর্থন থাকবে।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে