প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সেই উপস্থাপিকা দীপ্তি !

নিজস্ব প্রতিবেদক
২৯ অগাস্ট ২০২৪

 

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের রোষানলে ধৈর্য না হারিয়ে সহনশীলতার পরিচয় দিয়ে আলোচনায় আসেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে দীপ্তির সঙ্গে বাজে ব্যবহার করেন মানিক।  এটা পুরানো খবর, কম-বেশি সবাই জানে।

নতুন খবর হচ্ছে সম্প্রতি এ উপস্থাপিকাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছে  ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিষয়টি জানিয়েছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

জাজের কর্ণধার বলেন, সমাজের বাস্তবচিত্র তুলে ধরে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। এ জন্য  নতুন একজন মুখ খুঁজছি, প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম। কিন্তু তিনি এই মুহুর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না। সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর