বিস্কুট কিনে ফেরার সময় ভ্যানের ধাক্কায় ৩ বছর বয়সী রিতার মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৪

বাড়ির পাশেই দোকান থেকে বিস্কুট কিনে যখন বাড়ি ফিরছিল, তখনই ঘটে দুর্ঘটনা। মোটরচালিত দ্রুতগতির  একটা অটোভ্যান গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা দিয়েছিল। এতে মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্ত দেখা যায়, ঘটনাস্থলেই মারা যায়।

বুধবার (১৪ আগস্ট) বেলা চারটার দিকে পাবনার চাটমোহর উপজেলার কৃষ্টপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে রিতা খাতুন সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার মৃত্যুর বিবরণ এমনভাবে পাওয়া যায়।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, বায়নার মুখে রিতাকে বিস্কুট কেনার জন্য টাকা দিয়েছিলেন তার মা। সেই টাকা নিয়েই বিস্কুট খেতে দোকানে গিয়েছিল সে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিপদ এড়াতে শিশুটির পাশে না দাঁড়িয়ে পালিয়ে যায় ভ্যান চালক।  দুর্ঘটনার খবর পুলিশ পেলেও এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি বলে জানা গেছে।

 


মন্তব্য
জেলার খবর