নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের এক নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। রোববার ( ১১ আগষ্ট) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। ওই নেতা হলেন গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মোল্লা। সেনারা তার প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে গেছেন।
গুরুদাসপুর সহকারী কমিশনার (ভুমি) মো.আসাদুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যমতে আওয়ামী লীগ নেতার ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩টি হাসুয়া, ১টি চাপাতি, ১টি চাকু,২টি হাতুরী, লোহার রড ও লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, আব্দুস সালাম মোল্লা দলীয় প্রভাব কাজে লাগিয়ে শহরের চাঁচকৈড় বাজারের রসুন হাটায় নদী দখল করে একটি ঘর নির্মাণ করেন। সেখানে থেকে তিনি ব্যবসা-বানিজ্য পরিচালনা করতেন। স্থানীয়রা জানান, ওই ঘরের একটি ছোট কক্ষ থেকে নানা অনৈতিক কর্মকান্ড পরিচালিত হচ্ছিল।
গুরুদাসপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. এরশাদ আলম জানান, গোপন সংবাদের ভিক্তিতে আওয়ামী লীগ নেতার ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ওই ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে উৎসুক জনতার ভীড় ছিলো। তবে ওই নেতা পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
স্থানীয় ব্যবসায়ী নেতা ও গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারসহ অন্যরা জানান, আওয়ামী লীগ নেতার নদী দখল করে নির্মান করা ওই ঘর সাধারণ মানুষের কাছে টর্চার সেল নামে পরিচিত ছিলো। সেখানে ধরে এনে সাধারণ মানুষকে অত্যাচার করে অর্থ আদায় করা হতো।
ব্যবসায়ী আব্দুস সালাম মোল্লা মুঠোফোনে জানান, ওই ব্যবসা প্রতিষ্ঠানটি তার ছিলো। তবে ক’দিন আগে সেটি দখল করে নেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা। তারাই দেশীয় অস্ত্র রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিক্তিহীন। ষড়যন্ত্রের অংশ হিসাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি তার।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে