নিজের ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে প্রায় ৫ হাজার কোটি টাকা খরচ করেছেন এশিয়ার ধনকুবের ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ঝলমলে অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে বিশ্বের নামী-দামি ব্যক্তিদের উপস্থিতি, সবকিছু মিলিয়ে এলাহি আয়োজন ছিল বিয়ে ঘিরে। অথিতিদের জন্য ছিল ২৫০০ পদের খাবার!
দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের খরচটা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ অনুষ্ঠান। বিয়েতে অতিথিদের আসার জন্য ১০০ টি প্রাইভেট জেটের বন্দোবস্ত ছিল। এর আগে অতিথিদের নিমন্ত্রণের কার্ডের পেছনে খরচ হয়েছে ৬ লাখের মতো। একটি বাক্সতে সোনা ও রুপায় মোড়া উপহার ছিল প্রত্যেকটি নিমন্ত্রণ পত্রতে।
বিয়েতে অংশগ্রহনের জন্য প্রত্যেক অতিথিকে দেওয়া হয়েছিল ১৮ পাতার ড্রেসকোড। এ ড্রেসকোডে বলা ছিল, প্রতি চার ঘণ্টায় বদলাতে হবে নিজেদের পোশাক। বিয়ের আসর সাজানো হয়েছিল দুই কোটির বেশি ফুল দিয়ে। প্রায় ৫০০ কারিগরের প্রচেষ্টায় দৃষ্টিনন্দনীয় হয়ে উঠেছিল অনন্ত-রাধিকার ছাদনাতলা। অথিতিদের জন্য ৫০০ শ্যেফ রেঁধেছিলেন নানা দেশের প্রায় ২৫০০ পদের খাবারের আইটেমে। িবিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে যেন কোন ক্রুটি না থাকে, সেজন্য অনন্তর দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সবাই কড়া নজর রেখেছিলেন।
বিডি২৪অনলাইন/ই/এমকে