ভারতের লোকসভা নির্বাচন: ১২১ প্রার্থী অশিক্ষিত, পঞ্চম শ্রেণী পাস ৩৫৯ জন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৪

প্রতিবেশি দেশ ভারতে লোকসভা নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে ১২১ জন পুরোপুরি অশিক্ষিত এবং ৩৫৯ জন মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।  এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নির্বাচন অধিকার বিষয়ক সংস্থা এডিআর। খবর এনডিটিভি

এডিআর আরও জানিয়েছে, এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন ৬৪৭ জন। হাজার ৩০৩ জন প্রার্থী কলেজের গণ্ডি পার হয়েছেন। আর হাজার ৫০২ জন স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে ১৯৮ জনের ডক্টরেট ডিগ্রিধারী রয়েছেন।

ভারতে লোকসভার নির্বাচন শুরু হয়েছে গত ১৯ এপ্রিল সাত ধাপে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে আগামী জুন। ভোট গণনা শুরু হবে জুন থেকে। ইতোমধ্যে পাঁচ ধাপের ভোট শেষ হয়েছে।

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর