সরকারিভাবে সাড়ে ২০ লাখ পিস কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারী ২০২৬

চলমান শীত মৌসুমে শীতার্ত দুঃস্থদের মধ্যে ২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। এসব কম্বল দেশের ৪৯৫ উপজেলা সব পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। বুধবার ( জানুয়ারি) সরকারি এক তথ্যবিবরণীতে তথ্য জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত লাখ ৯৩ হাজার ৫০০টি কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল কিনে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল এবং মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রথম পর্যায়ে লাখ ৫০ হাজার ৫৮৯ পিস কম্বল শীতার্ত দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ দিয়ে আরও লাখ পিস কম্বল ক্রয় করা হয়েছে। এ কম্বল শীতার্তদের মধ্যে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে কম্বল ক্রয়ের লক্ষ্যে অর্থ বরাদ্দ করা হচ্ছে বলেও  জানানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর