ভোটের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে ঘিরে ভোটের দিনের আগে পরে মিলিয়ে মোট দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতেইন এইড টু দ্য সিভিল পাওয়ার-এর আওতায় মোতায়েন করা হবে সশস্ত্র বাহিনীর সদস্যদের। মঙ্গলবার ( জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে তথ্য জানানো হয়েছে।

প্রথম পর্বে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা মোতায়েন রয়েছেন, তারা বলবৎ থাকবেন। দ্বিতীয় পর্বে ভোটকেন্দ্রিক নিরাপত্তায় থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিন দায়িত্ব পালন করবেন বাহিনীর সদস্যরা।

নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ, এপিবিএন আনসার ব্যাটালিয়ন মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেলা, উপজেলা থানাভিত্তিক দায়িত্ব পালন করবে বিজিবি, র‌্যাব, এপিবিএন আনসার ব্যাটালিয়ন। উপকূলীয় এলাকা থাকবে কোস্টগার্ডের আওতায়। সব বাহিনীই রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবে এবং তাঁর নির্দেশ পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর