পাকিস্তানের ২৪ প্রেক্ষাগৃহে ‘মোনা : জ্বীন-২’

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৪

দেশের পর এবার লাহোর, করাচি, ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঈদের সিনেমামোনা : জ্বীন-  প্রতিদিন ৮২টি শো চলবে  এ সিনেমার।  শুক্রবার (২৬ এপ্রিল) থেকে ইংরেজি সাবটাইটেলে সে দেশে প্রদর্শিত হচ্ছে ছবিটি। এ সিনেমার বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহে থেকেই উঠে আসতে পারে বলে আশা করছেন সিনেমাটির নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা।

মোনা : জ্বীন-সিনেমা প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটির প্রযোজক আবদুল আজিজ গণমাধ্যমকে জানিয়েছেন এম আর নাইন সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। ছবিটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে বলে মনে করছেন তিনি।

 মোনা : জ্বীন-সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে অভিনয় করেছেন সুপ্রভাত, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশারসহ অনেকে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর