নারীবাদ সমাজের ক্ষতি ও পারিবারিক বন্ধন নষ্ট করছে

নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২৪

সাবলম্বী নারী হয়েও নারীবাদের ধারণাকে পোষণ করেন না বলিউড সেন্সেশন নোরা ফাতেহি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নারীবাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এ অভিনেত্রী। তার মতে, নারীবাদ  আখেরে সমাজের ক্ষতিই করছে, পারিবারিক বন্ধন নষ্ট করছে। সূত্র: হিন্দুস্তান টাইম্স

 

সাক্ষাতকারে নারীবাদ প্রসঙ্গে নোরা ফাতেহি বলেন, এ ধারণায় আমার দরকার নেই, এতে আমি বিশ্বাস করি না। নারীবাদ শব্দটা আসলে একটা সি…। আমি মনে করি, নারীবাদ আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে।

পাশ্চাত্য-প্রাচ্যের সামাজিক ধ্যান-ধারণার মধ্যে অনেক পার্থক্য রয়েছে উল্লেখ করে এ অভিনেত্রী আরও বলেন, নারীবাদের নামে বলা হচ্ছে- পুরুষরা খারাপ, পুরুষরা আসলে মেয়েদের স্বাধীনতায় বাধা।  বিয়ে কোরো না, সন্তানের জন্ম দিও না- এগুলো সব পুরনো ধ্যান-ধারণা।  পুরুষরা খাবার সরবরাহকারী, উপার্জনকারী এবং মহিলা লালনপালনকারী, এতে খারাপ কী আছে!

নারীবাদকে যেভাবে তুলে ধরা হচ্ছে, সেটা ঠিক নয় বলেও মন্তব্য করেন নোরা। তার মতে, নারীরা লালন-পালনকারী হলেও তাদেরও কাজ করা উচিত। তাদের নিজস্ব জীবন থাকা উচিত এবং স্বাধীন হওয়া উচিত।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর