অত্যন্ত কষ্টে দিন যাপন করছে মানুষ: রিজভী

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৪

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  বলেছেন, উন্নতমানের খাবার কেনার সংগতি ছিল না তাদের। অত্যন্ত কষ্টে দিন যাপন করছে মানুষ।

শুক্রবার (১২ এপ্রিল)  ঢাকায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। পবিত্র রমজান মাসে বিএনপির ইফতার পার্টি নিয়ে আওয়ামী লীগের সমালোচনার প্রতিক্রিয়ায় রিজভী জানান, বিএনপি রমজান মাসের পবিত্রতা বজায় রাখতে ইফতার মাহফিলে বিশ্বাস করে। আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি।

রিজভী বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে জনগণ দুরবস্থায় আছে। ঢাকা শহর যেন আগুনের নরকে পরিণত হয়েছে। বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ঈদের দিনও সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। মানুষ আগুনে পুড়ে, পানিতে ডুবে কিংবা সড়ক দুর্ঘটনায় মারা গেলেও সেতুমন্ত্রীর কিছু যায়আসে না। মন্ত্রীদের মনে স্বস্তি থাকতে পারে। কিন্তু সাধারণ মানুষের মনে কোনো স্বস্তি নেই। তারা জনগণের প্রতি দায়বদ্ধ নয়, জনগণের ভোটে নির্বাচিত বলেও মন্তব্য করেন ‍রিজভী।

 

 

বিডি২৪অনলাইন/আর/এমকে


মন্তব্য
জেলার খবর