এবার কুকি-চিন নিয়ে ইস্যু খুঁজছে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৪

ওবাায়দুল কাদের-

বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সব সময় ইস্যু খোঁজে উল্লেখ করে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার ইস্যুতে তারা ব্যর্থ।  এবার কুকি-চিন নিয়ে ইস্যু খুঁজছে তারা।

রোববার ( এপ্রিল)  ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন।  কুকি-চিন’র তৎপরতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা পুরো পাহাড়ে অশান্তি তৈরি করতে পারবে না। কেননা সরকার এ বিষয়ে শক্ত অবস্থান নিয়েছে। সার্বিকভাবে পাহাড়ে শান্তি বিঘ্নিত হবে না। কাজেই এটা নিয়ে নতুন ইস্যু খুঁজলেও বিএনপি ব্যর্থ হবে।

বিএনপির নেতাকর্মীরা দলটির নেতৃত্বের উপর হতাশ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই। শক্তি সামর্থ্য সবই হারিয়ে ফেলেছে।

তারেককে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, তাদের নেতা দেশে নেই, রিমোট কন্ট্রোলে আন্দোলন কি হবে? সম্ভব! আন্দোলন করতে হলে রাজপথে করতে হবে। রিমোট কন্ট্রোলের ডাকে জনগণ সাড়া দেবে না বলেও জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর