কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শুটিং করার সময় হঠাৎ উধাও হয়ে যান তৃপ্তি দিমরি। তৃপ্তি নাকি তার প্রেমিক স্যামকে নিয়ে গোয়ায় গেছেন। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকা।
এদিকে গুঞ্জনের এ বিষয়ে এখনো কিছু খোলসা করেননি তৃপ্তি। তবে গোয়া থেকে বেশ কিছু ছবি একই সময়ে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন স্যাম ও তৃপ্তি। এ থেকে ধারণা করা হচ্ছে, নতুন প্রেমিকের সঙ্গেই গোয়ায় ঘুরছেন তিনি।
খবর অনুযায়ী, স্যাম বর্তমানে গোয়ায় একাধিক হোটেলের মালিক। ২০০২ সালে একটি খ্যাতনামী সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী হন তিনি।
এক সময় অভিনেত্রী অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শার্মার প্রেমে পড়েন তৃপ্তি দিমরি। ২০২২ সালের শেষ রাতে সেই সম্পর্কের সিলমোহর দেন। কিন্তু হঠাৎই ছন্দপতন, সম্পর্কে চিড় ধরেছে তাদের। শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা! এ বার শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন তৃপ্ত। শিগগিরই তারা বাগদান সারবেন কিনা, সেটা নিয়েও জল্পনা চলছে নেটিজেনদের মধ্যে।
বিডি২৪অনলাইন/ই/এমকে