লুটকেস’ খ্যাত পরিচালক রাজেশ কৃষ্ণাণ দর্শকদের উপহার দিয়েছেন ‘ক্র’ সিনেমা। তারকা অভিনেত্রী কারিনা কাপুর, টাব্বু, কৃতী স্যানন এ সিনেমায় অভিনয় করেছেন। নারী প্রধান সিনেমা হিসেবে মুক্তির দিনেই বাজিমাত করেছে সিনেমাটি। বলা যায়,এ দিন সবচেয়ে বেশি আয়ের নজির গড়েছে সিনেমাটি।
মুক্তির দিন ২০ কোটি ৭ লাখ রুপি আয় করেছে ক্র। এতেই উচ্ছ্বসিত সিনেমার পুরো টিম। ক্র প্রযোজনা করেছেন রিয়া কাপুর ও একতা কাপুর। তারা হাসির মোড়কে চুরির গল্প সাজিয়েছেন এ সিনেমায়। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে কারিনা, টাব্বু ও কৃতীর চরিত্র।
সিনেমায় জাসমিন কোহলির চরিত্রে কারিনা, গীত শেঠি নাম চরিত্রে টাব্বু আর কৃতীকে দেখা গেছে দিব্যা রাণা ভূমিকায়। সিনেমায় তিনজনই বিমান সেবিকা। তারা জড়িয়ে পড়ে সোনা পাচার চক্রের সঙ্গে। এর পর ঘটে চলে একের পর এক নানা ঘটনা।
বিডি২৪অনলাইন/ই/এমকে