নির্মাতা এম রাহিম এর আগে ‘শান’সিনেমা দর্শকদের উপহার দেন। এবার পরিচালনা করছেন তার দ্বিতীয় সিনেমা ‘জংলি’। ঈদের পরপর শুটিং শুরু হবে এ সিনেমার।
‘শান’র মতো জংলি সিনেমাতেও অভিনয় করছেন সিয়াম। ২৯ মার্চ ছিল সিয়ামের) জন্মদিন,এদিনেই প্রকাশ্যে আসে এ সিনেমার পোস্টার।
‘জংলি’সিনেমার পোস্টারে দেখা গেছে, অনেক রহস্যঘেরা চারদিক। সিয়ামের ঠোঁটে পাতার বিড়ি, একহাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের জ্বলজ্বলে শিখা। ঘাড়ে কাক বসে আছে, সিয়ামের পরনে আছে লুঙ্গি।
জানা গেছে, নতুন এ সিনেমায় অ্যাকশশের পাশাপাশি রোমান্স ও আবেগ থাকবে। আবেগটাই বেশি ব্যবহার করা হয়েছে সিনেমার গল্পে।
এ সিনেমায় আর কে কে অভিনয় করেছেন, সেটা নিয়ে অবশ্য গণমাধ্যমের কাছে মুখ খোলেনি সিয়াম। জানিয়েছেন, আস্তে আস্তে সবই জানতে পারবেন। ৪ মাস আগে এ সিনেমার কাজ শুরু হয়েছে। সামনে অনেক চমক আছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে