পোশাক শ্রমিকদের বেতন ও বোনাসসহ বকেয়া পরিশোধের দাবি

নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৪

চলতি মাসের বেতন উৎসব বোনাসসহ পোশাক শ্রমিকদের সব বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। একইসঙ্গে শ্রম আইনের কার্যকর সংশোধনের মাধ্যমে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানান গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতারা।

নেতারা বলেন, ঈদের আগে প্রতি বছর শ্রমিকদের উৎসব বোনাস দেওয়া হয় না। শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখে আকস্মিকভাবে কারখানা বন্ধ করার ঘটনা ঘটছে নিয়মিত। সরকার ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের কঠোর নির্দেশ না দিয়ে মালিকদের অন্যায় করতে প্রশ্রয় দেয়। বর্তমান শ্রম-প্রতিমন্ত্রীও তার পূর্বসূরিদের পথ অনুসরণ করেছেন বলেও অভিযোগ করেন তারা।

নেতারা আরও বলেন, ৪ এপ্রিলের পর সরকারি কর্মকর্তারা ছুটিতে চলে গেলে, ৯ বা ১০ এপ্রিলে গার্মেন্টস ছুটি দেওয়ার আগে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করলে প্রতিকারের জন্য শ্রমিকরা কার কাছে যাবে? এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কে নেবে? তাই অবিলম্বে পোশাক শ্রমিকদের পূর্ণ ঈদ বোনাস বেতন পরিশোধের জোর দাবি জানান তারা।

সমাবেশে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্ব করেন। বক্তব্য দেন-  সংগঠনটির সহসভাপতি খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস, সহসম্পাদক আহমেদ জীবন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক হাসনাত কবির প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর