পাঁচ বছর পর আগামী জাতীয় নির্বাচন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৪

মধ্যবর্তী জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির দাবি নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে কোনো গণতান্ত্রিক সাংবিধানিক সংকট নেই। পাঁচ বছর পরে জাতীয় সংসদ নির্বাচন হবে।

বুধবার (১৩ মার্চ) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আবশ্যকতা বা প্রয়োজনীয়তা আছে এমন কোনো সংকট এখন জাতির সামনে নেই। অবিবেচনাপ্রসূত অযৌক্তিকভাবে বিএনপি নেতারা মিডিয়ার সামনে সংলাপের মাধ্যমে আলাপ-আলোচনার বিষয়টি উত্থাপন করেছেন। তাদের এ আলোচনার আবদার অর্থহীন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের ক্ষমতায়ন গণতন্ত্রকে সুদৃঢ় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। সরকারের প্রধান লক্ষ্য দেশবিরোধী অপশক্তির নানামুখী অপতৎপরতা ষড়যন্ত্র-চক্রান্ত এবং প্রতিবন্ধকতাকে জয় করে দেশের উন্নয়ন অভিযাত্রাকে কাঙ্ক্ষিত অভীষ্ঠে এগিয়ে নিয়ে যাওয়া।

ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ কখনো কোনো ষড়যন্ত্র বা চাপের মুখে জনস্বার্থকে জলাঞ্জলি দেয়নি, কারো কাছে মাথা নত করেনি, করবেও না। দেশের অগ্রগতির ধারাকে সমুন্নত রাখতে  আওয়ামী লীগর সরকার বদ্ধপরিকর।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর