মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৪

 

প্রত্যন্ত অঞ্চলসহ জাতীয় পর্যায়ে ক্ষমতাসীনদের দৌরাত্ম্য এবং দাপটে মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, সব অপকর্মকে আড়ালের জন্য নতুন করে সরকারি জুলুমের মাত্রা বাড়ানো হয়েছে।  আর অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি বানানো এখন নিয়মে পরিণত হয়েছে।

রোববার (১০ মার্চ) দেওয়া এক বিবৃতিতে মন্তব্য করেন  মির্জা ফখরুর। তিনি আরও জানান, দেশের মানুষের জানমালের নিরাপত্তা এখন গভীর সংকটে। আইনের শাসনহীন দেশে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন। ৭ই জানুয়ারিডামিনির্বাচনের পর আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে ক্ষমতাসীনরা।

মির্জা ফখরুল বলেন, দেশে পণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে এক গভীর অন্ধকার নেমে এসেছে। রোজার প্রাক্কালে যখন বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সুপেয় পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন মূল্যে মানুষ চোখে সরষে ফুল দেখছে, তখন বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের নিত্য নতুন মিথ্যা মামলায় আটকের হিড়িক অব্যাহত রেখেছে।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর