যুক্তরাষ্ট্রের সুরেই কিছুটা সুর মিলিয়েছে ইউরোপীয় ইউনিয়ন : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৪

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক প্রতিবেদন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ নিয়ে যুক্তরাষ্ট্র যে মন্তব্য করেছে, ইউরোপীয় ইউনিয়নও তাদের সুরেই কিছুটা সুর মিলিয়েছে।

তবে মানদণ্ডের বিষয়টি একেক জনের কাছে একেক রকম। এ দেশের বাস্তবতায় নির্বাচনের মানদণ্ড ঠিক আছে।

রোববার (১০ মার্চ) ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক প্রতিবেদন প্রসঙ্গে ওবায়দুল আরও বলেন,  তাদের নিজস্ব একটা হিসাব নিকাশ আছে। পশ্চিমা বিশ্বের এলায়েন্স, সেটা রক্ষার বিষয়টি আছে। তারা কিছু নীতিমালা অনুসরণ করে।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন। তারা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।  

নির্বাচনের মানদণ্ড যদি খুবই তলানিতে গিয়ে পৌঁছত, তাহলে ইউরোপে ইউনিয়ন, ওয়াশিংটন হাউসের প্রশংসাসূচক মন্তব্য পাওয়া থেকে বঞ্চিত হতাম আমরা।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর