সিন্ডিকেটের হোতারা সরকার চালায়:নুর

নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২৪

সিন্ডিকেটের হোতারা সরকার চালায় বলে মন্তব্য করেছেন  গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।  বলেছেন, এ কারণে সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। সমন্বয়ের নামে জনগণের পকেট কাটতে গ্যাস, বিদ্যুৎ পানির মূল্য বাড়াচ্ছে সরকার।

ঢাকার বিজয়নগরে পানির ট্যাংকের মোড়ে এক গণসমাবেশে এসব কথা বলেন।   গ্যাস বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার সমাবেশ হয়। 

গণ অধিকার পরিষদ সভাপতি জানান, দেশের পাঁচটি প্রতিষ্ঠান চিনি আমদানি করে। তাদের ধরলে চিনির দাম বাড়বে না। আমদানি-রপ্তানির নামে কিছু দুর্বৃত্ত দেশের টাকা বিদেশে পাচার করলেও দুদক তাদের কিছু করতে পারে না।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর