জিএম কাদের সংসদের বিরোধী দলের নেতা নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরকে নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ এবং দলীয় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদকে বিরোধীদলীয় হুইপ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত করার পাশাপাশি এ মনোনয়ন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন জিএম কাদের।

এদিকে জাতীয় পার্টি সংসদে বিরোধী দল থাকতে চাইলেও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলমাত্র স্পিকারের। তিনি সম্মতি দিলেই জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসতে পারবে।

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর