মন্তব্য
অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা পদে থেকে বা সরকারের কোনো পদে থেকে কেউ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না৷ শুধু তাই নয়, ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন উল্লেখ করে এ নির্বাচন কমিশনার আরও বলেন, তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণা জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করেছে ইসি। আসন বিন্যাস, আইন অনুযাযী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদেন প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র জারি হবে। তফসিল ঘোষণার পরপর সেগুলো ধারাবাহিকভাবে জারি করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে