মন্তব্য
                        
                
                                
                            
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বাসভবনের বাইরে থেকে সশস্ত্র এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির কাছে বিপজ্জনক অস্ত্র এবং গোলাবারুদ ছিল। ওই বাড়িতে কামালা হ্যারিস থাকেন না।
দুপুর ১২টা ১২ মিনিটের দিকে টেক্সাস থেকে আসা একটি ইন্টেলিজেন্স বুলেটিনের সূত্র ধরে ইউএস সিক্রেট সার্ভিস সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে।
স্যান এন্টনিওর বাসিন্দা ৩১ বছর বয়সী পল মারেকে গ্রেপ্তার করে তার গাড়ি থেকে একটি এআর ১৫ সেমি-অটোমেটিক রাইফেল, ১১৩ রাউন্ড অনিবন্ধনকৃত গুলি ও পাঁচটি ৩০ রাউন্ডের ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ ।
বিবিসি