ইউক্রেনে মাইন বিস্ফোরণ, রুশ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৩

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটিতে চলমান সামরিক অভিযানের মধ্যে এ বিস্ফোরণে রাশিয়ার সামরিক বাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন।  খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি। ৪৫ বয়সী জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর ১৪তম সেনা কোরের ডেপুটি কমান্ডার ছিলেন। অবশ্য তার নিহত হওয়ার ঘটনাটি নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনও কথা বলা হয়নি।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর সেখানে কমপক্ষে ছয়জন রাশিয়ান জেনারেল নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর অনুযায়ী, মাইন বিস্ফোরণের ঘটনাটি কোথায় ঘটেছে, সেটা স্পষ্ট করা না হলেও ধারণা করা হচ্ছে-  ইউক্রেনের খেরসন অঞ্চলে এ ঘটনা ঘটেছে। মেজর জেনারেল জাভাদস্কির মৃত্যুর নিহতের খবর নিশ্চিত করা হলে তিনি সপ্তম রাশিয়ান জেনারেল, যিনি ইউক্রেনে চলমান সংঘাতে নিহত হলেন।

 

বিডি/আই/এমকে

 


মন্তব্য
জেলার খবর