পাবনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩

পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে এমপি পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) তারা সহকারী রির্টানিং অফিসার ও  আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ ৬ প্রার্থী হলেন- নৌকার মনোনীত প্রার্থী প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব, জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও আটঘরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি মো. রেজাউল করিম খোকন, কৃষক শ্রমিক জনতা লীগের আতাউল হাসান, জাতীয় সমাজতন্ত্রিক দল জাসদ (ইনু) আব্দুল খালেক, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মুনসুর রহমান।

বিডি/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর