দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে সংসদ সদস্য পদে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সাতক্ষীরার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে শেখ নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ১৭ ডিসেম্বর পর্যন্ত দলীয় হাইকমান্ডের নির্দেশে প্রার্থী পরিবর্তনসহ বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।
নির্বাচনে জয়লাভ করলে তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়ন করবেন বলে জানান তিনি। এ সময় তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি/কিশোর কুমার/সি/এমকে
কিশোর কুমার,সাতক্ষীরা
মোবাঃ -০১৭২৬-৬৩১২১৮