চিংড়ি বিরিয়ানি রান্না করবেন যেভাবে

International
১০ অক্টোবর ২০২৩

চিংড়ি দিয়ে যে সুস্বাদু বিরিয়ানি তৈরি করা যায় তা অনেকেই জানেন না। বরং চিংড়ি বিরিয়ানি তৈরি করা যায় তুলনামূলক কম সময়ে। কারণ চিংড়ি দ্রুতই সেদ্ধ হয়। চলুন তবে জেনে নেওয়া যাক সুস্বাদু চিংড়ি বিরিয়ানি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিংড়ি- ৭০০ গ্রাম

পোলাওর চাল- ৫০০ গ্রাম

পেঁয়াজ, রসুন, আদা বাটা- ৩ টেবিল চামচ

সরিষার তেল- পরিমাণমতো

হলুদ, মরিচ গুঁড়া- ১ চা চামচ

লেবুর রস- ২ টেবিল চামচ

কাঁচা মরিচ বাটা- ৩ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

ঘি- পরিমাণমতো

বেরেস্তা- পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

চিংড়ির ছাড়িয়ে খোসা ধুয়ে নিন। এরপর তাতে লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া মাখিয়ে নিন। কড়াইতে তেল দিয়ে তাতে হালকা বাদামি করে মাছগুলো ভেজে তুলে নিন। একই তেলে পেঁয়াজগুলো লালচে করে ভাজুন। তারপর আদা, রসুন ও পেঁয়াজবাটা, মরিচবাটা, লবণ ও সামান্য পানি দিয়ে নাড়তে থাকুন। ঝোল ঘন হলে তাতে মাছ মসলা দিয়ে রান্না করে নামিয়ে লেবুর রস দিন। এরপর পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। অল্প পানিতে পোলাওর চাল সেদ্ধ করে ঝরঝরে ভাতের মতো করুন। এবার অন্য একটি হাঁড়িতে কিছু পোলাও দিয়ে তার ওপর ঘি ছাড়িয়ে দিন। এখন এর উপর মসলাসহ চিংড়িগুলো সমানভাবে সাজিয়ে দিন। তার উপর বাকি পোলাও দিয়ে বেরেস্তা দিয়ে ঢেকে দিয়ে অল্প জ্বালে হাঁড়িতে বসিয়ে দিন। ৩-৪ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি বিরিয়ানি।


মন্তব্য
জেলার খবর