সব কিছু ভুলে যাচ্ছেন, এ রোগে আক্রান্ত নন তো?

International
২৬ সেপ্টেম্বর ২০২৩

দিনের শুরুতে রুটিন করার পরও সব কিছুই ভুলে যাচ্ছেন। একটা কাজ ভাবার কিছু সময় যেতে না যেতেই সব গুলিয়ে গেল। কোনোভাবেই আর মেলাতে পারছেন না। প্রতিদিনের ছোট ছোট কাজগুলোও মনে থাকে না। ভাবছেন আপনার ভুলে যাওয়া রোগ হলো কিনা? ভুলে যাওয়া এই রোগের নাম ‘অ্যালঝেইমার’।

‘অ্যালঝেইমার ’ মস্তিষ্কের এমন একটি রোগ, যা আমাদের বুদ্ধি ও স্মৃতিশক্তি নষ্ট করে দেয়। শুরুতে রোগী বুঝতে পারে না কেন এমন হচ্ছে। তবে বিপদ বাড়ে ধীরে ধীরে। চূড়ান্ত পর্যায়ে আপনজনদেরও চিনতে পারে না।

 তাহলে জেনে নেওয়া যাক কী কী লক্ষণ আছে এই রোগের-

১. স্মৃতিশক্তির সমস্যা অ্যালঝেইমার রোগের প্রাথমিক উপসর্গ। খানিক আগে ঘটে যাওয়া ঘটনাও একবারেই মনে থাকে না। তাছাড়া, জিনিসপত্র ভুল জায়গায় রাখা, গুরুত্বপূর্ণ কোনও তারিখ মনে রাখতে না পারা, কারও নাম, স্থান এবং বস্তুর নাম ভুলে যাওয়া এগুলো প্রতিদিন বাড়তে থাকে।

২. এক কথা বার বার জানতে চাওয়া। জিনিসপত্র কোথায় রাখলেন, কেন রাখলেন, কিংবা পুরো ঘটনাই স্মৃতি থেকে চলে গেল।

৩. প্রাত্যহিক কাজ করতে বেশ অসুবিধা পোহাতে হয়। রান্নার প্রক্রিয়া ভুলে যাওয়া, দৈনন্দিন হিসাব গুলিয়ে যায়।

৪. মুড সুইং এ রোগের অন্যতম একটি লক্ষণ। ঘন ঘন মনের অবস্থার বদল হয়। শারীরিক কোনও সমস্যা থেকেও মেজাজ বিগড়ে যায়। 

৫. এসব ছাড়া আক্রান্ত ব্যক্তির শারীরিক দুর্বলতা বাড়তে থাকে। পুষ্টিহীনতাও লক্ষ্য করা যায়।


মন্তব্য
জেলার খবর