ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সাংবাদিকের প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রোববার রোডম্যাপ নিয়ে ব্রিফ করা হতে পারে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে করে নির্বাচন কমিশন। বৈঠকের বিরতির সময় সাংবাদিকের ব্রিফ করেন আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ভোটের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, সেক্ষেত্রে রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। পরে চূড়ান্ত পরিকল্পনা ঘোষণা করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে