চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখোমুখি হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩০ হাজার ১১১ কোটি টাকা ৯৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৮৬২ কোটি টাকা। যদিও গতবছরের একই সময়ের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২৪.৩৩ শতাংশ।
গত অর্থবছরের (২০২৪-২৫) জুলাই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। এ দিকে গতবছরের জুলাই মাসের তুলনায় গত মাসে ৫ হাজার ৩৩৩ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
জানা যায়, গত জুলাই মাসে সবচেয়ে বেশি স্থানীয় পর্যায়ের ভ্যাট বিভাগ থেকে রাজস্ব আদায় হয়েছে। ১০ হাজার ৭৪৯ কোটি ৪৮ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এ খাতে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ কর খাতে আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা। এ অঙ্ক লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৯১৬ কোটি ৭৫ লাখ টাকা কম। আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। এ খাতে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি প্রায় ৫৪৮ কোটি টাকা।
চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা আছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চলতি অর্থবছরের বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা জিডিপির ৯ শতাংশ।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে