সেপ্টেম্বরে ৭ দিনের কর্মসূচি ঘোষণা আ.লীগের

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৩

চলতি সেপ্টেম্বর মাসের আর ১১ দিন বাকি। এর মধ্যে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে- সমাবেশ, আলোচনা সভা দোয়া মাহফিল। এর মধ্যে রাজধানী ঢাকাতেই হবে ৭ সমাবেশ।

সরকার পতনের একদফা দাবি আদায়ে দেশব্যাপী বিএনপির ১৫ দিনের কর্মসূচির ঘোষণার পর নিজেদের কর্মসূচি ঘোষণা করলো ক্ষমতাসীনরা।  কর্মসূচি ঘোষণাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে কর্মসূচি ঘোষণা করা হয়।  সভা শেষে সাংবাদিকদের এ নিয়ে ব্রিফ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

কর্মসূচি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে সমাবেশ হবে। ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে হবে দোয়া মাহফিল। ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে আলোচনা সভা। ২৫ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় এবং যাত্রাবাড়ীতে সমাবেশ। ২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ, ২৭ সেপ্টেম্বর টঙ্গীতে কাফরুলে সমাবেশ, ৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক সমাবেশ। এছাড়া অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর