২ মিনিটেই দেয়ালে কলম-পেনসিলের দাগ পরিষ্কার করা যায় !

Super Admin
১৪ সেপ্টেম্বর ২০২৩

বাড়িতে শিশু থাকলে দেওয়ালে আঁকিবুঁকির দাগ থাকবে না তা হয় না। শিশুর মেধা বিকাশে এই বেখেয়ালি শিল্প খুবই জরুরি। তাই শিশউ দেওয়ালে আঁকলে তাকে বাধা দেওয়া উচিত নয়। কিন্তু আপনার পছন্দের দেওয়ালটিতে শিশুর এই শিল্প কর্ম আপনার ঘরের সৌন্দর্য নষ্ট করতে যথেষ্ট। 

তাই পরিষ্কার দেয়ালের জন্য কিন্তু শিশুর সৃজনীশক্তি বিকাশে বাধা না দিলেও চলবে। এর জন্য আপনাকে জানতে হবে দেয়ালের রং বা কালি পরিষ্কার করার কৌশল।

তিনটি উপায়ে আপনি সহজেই দেয়ালকে পরিষ্কার রাখতে পারেন।

 ১। দেয়ালের মোম রং পরিষ্কার করতে টুথপেস্ট আর টুথব্রাশ দিয়ে ঘষুন। সহজেই দাগ উঠে যাবে।

 ২। রঙের দাগ পরিষ্কার করতে এক কাপ পানিতে ১ চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার স্পঞ্জ দিয়ে আলতোভাবে ঘষে তুলে ফেলুন দেওয়ালের দাগ।

 ৩। আবার বাসন মাজার তরল সাবানও ব্যবহার করতে পারেন। তবে কখনোই দাগ তুলতে বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন না। কারণ এতে কালি বা রঙের দাগ পরিষ্কার হলেও দেয়ালের রং নষ্ট হয়ে যাবে।


মন্তব্য
জেলার খবর