না জেনে ভুল টুথপেস্ট ব্যবহার করছেন না তো?

International
১১ সেপ্টেম্বর ২০২৩

টুথপেস্টে মোড়কের গায়ে ঠিক নিচে কিউব আকৃতির রঙিন আয়তকার বক্স দেখা যায়। এই বক্সগুলো থেকে টুথপেস্টের উপকরণ সম্বন্ধে জানতে পারবেন সহজেই।


এক্ষেত্রে সতর্ক না হলেই আপনি বিপদে পড়বেন। কারণ প্রতিদিন টুথপেস্ট ব্যবহার করলেও অনেকেই জানেন না টুথপেস্ট টিউবের প্রকারভেদ সম্পর্কে।


আপনার হয়তো কখনও লাল, নীল, সবুজ আবার কখনও কালো রঙের এই ছোট বক্সটিকে চোখে পড়েনি । কিন্তু আপনি কি জানেন, এই ছোট বক্সটিই হতে পারে আপনার মাথাব্যাথার কারণ!

 

বিশেষজ্ঞরা বলছেন, টুথপেস্ট টিউবের নিচের অংশে কিউব আকৃতির বক্স না দেখে কিনলে আপনি মুখের ক্যানসারে আক্রান্ত হতে পারেন। দাঁত, মাড়ি, জিবের হতে পারে মারাত্মক ক্ষতিও। তাই এসব রঙিন বক্সগুলোর অর্থ কি তা অবশ্যই সুস্বাস্থ্য নিশ্চিতে সবার জানা প্রয়োজন।

 

আপনি জানলে অবাক হবেন, টুথপেস্ট টিউবের নিচের অংশে কিউব আকৃতির বক্সের রয়েছে আলাদা আলাদা অর্থ।

 

সবুজ: যেসমস্ত পেস্ট তৈরিতে শুধুমাত্র প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, তার জন্য টুথপেস্ট টিউবের নিচের অংশে সবুজ রংয়ের কিউব দেওয়া থাকে।


নীল: কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু কিছু ক্ষেত্রে ওষুধ ব্যবহার করে এই টুথপেস্ট তৈরি করা হয়।

লাল: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়।

কালো: শুধুমাত্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করে এই টুথপেস্ট তৈরি।

 

এবার উপরের তথ্য দেখে মিলিয়ে নিয়ে আপনার প্রযোজন অনুসারে টুথপেস্ট ব্যবহার করুন। কারণ একমাত্র সবুজ রংয়ের কিউব আকৃতির টুথপেস্টই মুখের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে।

 

সূত্রঃ দ্য সান।


মন্তব্য
জেলার খবর