ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়া পরিবারকে ধ্বংস
করতে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই বিচারকদের প্রতি ন্যায়বিচার করার আহ্বান
জানাব।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রতিবাদ-সমাবেশে
প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারের অধীনে
সুষ্ঠু নির্বাচন আর শেয়ালের কাছে মুরগি বর্গা দেয়া একই কথা। অতীতের মতো আর কোনো এক
তরফা নির্বাচন হতে দেয়া হবে না। জনগণের দূর্বার আন্দোলনে সরকারের পতন হবে বলেও হুঙ্কার
ছাড়েন তিনি।
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে রাজনৈতিক
দলগুলোর কর্মসূচিতে রাজপথ গরম হয়ে উঠেছে। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের দুর্নীতির মামলায় সাজার রায় শুনিয়েছে আদালত।
এর প্রতিবাদে টানা কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি। সভা-সেমিনার, সমাবেশ আর মানববন্ধনে
রায়ের প্রতিবাদ জানাচ্ছেন দলটির সমর্থকরা।
আরআই