পরীমণির বাড়িতে রায়হান রাফী

নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৩

পরিচালকদের আনাগোনা বেড়েছে চিত্রনায়িকা পরীমণির বাড়িতে। চয়নিকা চৌধুরীর পর এবার পরীমণির বাড়িতে দেখা গেল গুণী ও সফল নির্মাতা রায়হান রাফীকে।

 

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাফীর আগমনের কথাটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দেন এই নায়িকা।

 

ফেসবুক পোস্টটিতে দেখা যায়, নায়িকা পরীমণির কোলে তার ছেলে রাজ্য। আর তাদের ছবি তুলে দিচ্ছেন সুড়ঙ্গের নির্মাতা রায়হান রাফী। আর ক্যাপসনে লেখা, চাচা বাদ। অনলি মামা ইজ রিয়েল।

 

বলাই বাহুল্য এখানে রাফীকেই রাজ্যের মামা হিসেবে সম্বোধন করেছেন তিনি। যদিও ছবিটিতে রাফীর অবয়ব দেখা যাচ্ছে না। তবে ক্যাপশনে রায়হান রাফীর নাম উল্লেখ করে দিয়েছেন পরীমণি নিজেই।

 

তবে কি রায়হান রাফীর পরবর্তী কোনো সিনেমায় দেখা যাবে পরীমণিকে? এটা কি তারই আভাস? এমনি প্রশ্ন এখন দেখা দিয়েছে দর্শকদের মনে।

 

এর আগে বুধবার রাতে চয়নিকা চৌধুরীর সঙ্গে ভাগাভাগি করা আনন্দঘন কয়েকটি ছবি শেয়ার করেন পরীমণি।

 

সম্প্রতি দাম্পত্য কলহ নিয়ে চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের সময়েও যে ভালো সময় পার করছেন এই অভিনেত্রী তারই ইঙ্গিত দিচ্ছেন তিনি। মা সিনেমার পর আবারও যেন পুরোদমে কর্মব্যস্ততায় ফিরতে যাচ্ছেন গ্ল্যামার কুইন পরীমণি


মন্তব্য
জেলার খবর