এক সময় নামী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা হিসাবে বড় পর্দায়
চুটিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী। তারপর দীর্ঘ সময় রুপালি পর্দায় দেখা
যায়নি তাকে। বর্তমানে ছোট পর্দায় নায়িকাদের মা-পিসিমার চরিত্রে আবার দেখা যাচ্ছে মৌমিতাকে।
‘জননী’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে আসেন মৌমিতা চক্রবর্তী।
এরপর টানা ১০ থেকে ১২ বছর কাজ করেছেন বড় পর্দায়। রচনা বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে নানা চড়াই-উতরাই পার করেছেন এই অভিনেত্রী।
তবে এখন ভারতীয় সিরিয়ালেই তাকে বেশি দেখা যায়। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে
মধুমিতার পিসির চরিত্রে দেখা গিয়েছিল তাকে। দর্শক চূড়ান্ত পছন্দও করেছিলেন পাকা চুলের
সেই মৌমিতাকে।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বড় পর্দায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে
মৌমিতা চক্রবর্তী বলেন, আমাদের সময় পরিচালকরা কড়া মাস্টারমশাই ছিলেন। শিখিয়ে নিতেন
সব কিছু। স্যরের মতো ছিলেন তারা। খুব অপমানিতও হয়েছি। ‘হার জিৎ’ ছবিটার শুটিং করছিলাম।
সবাই একসঙ্গে সেটে গল্প করছিলাম। খুব অপমান করেছিলেন পরিচালক। সেই ঘটনা থেকে আমি শিক্ষাও
নিয়েছিলাম। তারপর আর এই ভুল করিনি। সেই মুহূর্তে অবশ্য খুবই লজ্জা লেগেছিল। মাঝেমধ্যে
তো মারও খেয়েছি।
বর্তমানে বড় পর্দা ছেড়ে ছোট পর্দায় কাজ করা নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা জানতে
চাইলে এই অভিনেত্রী বলেন, না। সুন্দর সংসার আছে। দুই ছেলেমেয়ে আছে, আর কী! দিনের শেষে
শান্তিতে ঘুমোতে পারি। আমি সমৃদ্ধ।