‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের কিং খানের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন পালক। সিনেমাটিতে তার অভিনয় শৈলী দিয়ে দেশের বাইরের দর্শকদেরও মুগ্ধ করেছেন শাকিব খান।
তবে সিনেমাটির রেকর্ড সাফল্যের পর শাকিব খানকে নিয়ে এ দেশের চলচ্চিত্র নির্মাতারা নতুন কিছু করার চিন্তা করছেন। তাকে নিয়ে বলিউডে সিনেমা নির্মাণের কথা জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম ‘জি২৪ ঘণ্টা’র প্রতিবেদন থেকে জানা যায়, বলিউডে শাকিবের অভিষেক হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায়।
শোনা যাচ্ছে, আর নায়িকার দৌড়ে শোনা যাচ্ছে বলিউডের চার অভিনেত্রীর কথা। তারা হলেন: ‘শেহনাজ গিল’, ‘প্রাচী দেশাই’, ‘নেহা শর্মা’ ও ‘জারিন খান’।
যে নায়িকার সঙ্গে শাকিবের বলিউড যাত্রা শুরু হচ্ছে, তার সঙ্গে নাকি আলোচনাও অনেকদূর এগিয়েছে। তবে চূড়ান্ত হওয়ার আগে কেউই সিনেমার ও নায়িকার নাম প্রকাশ্যে আনতে চাইছেন না। আগামী সেপ্টেম্বর থেকে ভারতে এর শুটিং শুরু হবে। টানা ৩৫ দিন চলবে সিনেমার দৃশ্য ধারণের কাজ।
একটি বিশেষ সূত্রের খবরে জানা গেছে, শাকিবের এ সিনেমার নাম হবে ‘সাইকোপ্যাথ’।