৫-৩ গোলে আর্সেনালের কাছে হারল বার্সা

রবি
২৭ জুলাই ২০২৩

ভাইরাসে জ্বরের ধকল সামলে মাঠে নেমে বাজিমাত করতে চেয়েছিল ফুটবলের জায়ান্ট ক্লাব বার্সেলোনা। কিন্তু বৃহস্পতিবার লসএঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ৮ গোলের ম্যাচে বার্সাকে সহজেই ৫-৩ ব্যবধানে হারায় আর্সেনাল।

 

শুরুটা ভালোই করেছিল বার্সা। ৭ম মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে বল জড়াতে সক্ষম হয় দলটি। রবার্ট লেভান্দোভস্কির গোলে এগিয়ে যায় কাতালানরা। সমতায় ফিরতে বেশি দেরি করেনি আর্সেনাল। ১৩তম মিনিটে বুকায়ো সাকা সমতায় ফেরান আর্সেনালকে। ৩৪তম মিনিটে রাফিনহার গোলে ব্যবধান ২-১ ফেরি এগিয়ে যায় বার্সা। ৪৩ মিনিটে ফের গোল পরিশোধ করে আর্সেনাল। সমতায় থেকেই বিরতিতে যায় দু’দল।

 

বিরিতি থেকে ফিরে প্রথম গোলটি করে আর্সেনাল। ম্যাচের ৫৫ তম মিনিটে গোলটি করেন লিয়ান্দ্রো ট্রসার্ড। ৭৮তম মিনিটে ফের গোল করেন ট্রসার্ড। আর্সেনাল পায় ৪-২ গোলের লিড।

 

৮৮তম মিনিটে সমতায় ফেরার চেষ্টা করে বার্সা। চেষ্টা সফল হয়। তারেসেরে গোলে লড়াই জমে ওঠে। জয়ের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু পরের মিনিটে আর্সেনাল বার্সার জালে বল জড়ায় আর্সেনাল। ফ্যাবিও ভিয়েরার গোলে ৫-৩ গোলের জয় পায় আর্সেনাল।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর