বুবলির পর অপি করিমের সাথে মাহফুজ

রবি
১৭ জুলাই ২০২৩

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ছোট পর্দা, বড় পর্দা দুই জায়গায়ই দাপিয়ে বেড়িয়েছেন। এরপর নেন লম্বা বিরতি। দীর্ঘ বিরতির ফের ক্যামেরার সামনে এসেছেন। তার এ প্রত্যাবর্তন দারুণভাবে গ্রহণ করেছে দর্শকরা।



ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরেই একের পর এক দিচ্ছেন নতুন চমক। শুরুটা হয়েছিল কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। দর্শকরা ভালোবাসায় বরণ করে নিয়েছিলেন তাকে।


এবার ওটিটি প্লাটফর্মে কাজ করতে চলেছেন এ নায়ক। অদৃশ্য নামে নতুন সিরিজে কাজ শুরু করেছেন মাহফুজ। তার বিপরীতে থাকবেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।


‘অদৃশ্য’ নামের সিরিজটি নির্মাণ করছেন সাফায়েত মনসুর রানা। এর মধ্যেই সিরিজটির অর্ধেক কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী  ২২ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আরআই


মন্তব্য
জেলার খবর