ঈদে দুই চ্যানেলে মাহফুজুর রহমানের গান

Srabni
২৭ জুন ২০২৩

প্রতি ঈদের মতো এবারও একক সংগীতানুষ্ঠানের মাধ্যমে দর্শকদের আনন্দ দেবেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান।

প্রতি ঈদের মতো এবারও একক সংগীতানুষ্ঠানের মাধ্যমে দর্শকদের আনন্দ দেবেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান।

 

তবে নতুন খবর হচ্ছে এবার এটিএন বাংলার পাশাপাশি সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজেও দেখা যাবে এ শিল্পীকে।

 

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। এ ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে

 

অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান।


মন্তব্য
জেলার খবর