মন্তব্য
প্রতি ঈদের মতো এবারও একক সংগীতানুষ্ঠানের মাধ্যমে দর্শকদের আনন্দ দেবেন
কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান।
তবে নতুন খবর হচ্ছে এবার এটিএন বাংলার পাশাপাশি সংবাদভিত্তিক চ্যানেল এটিএন
নিউজেও দেখা যাবে এ শিল্পীকে।
২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে
একক সংগীতানুষ্ঠান। এ ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে এটিএন বাংলায়
ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’।
অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের
কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান।