সফল নারীর অ্যাওয়ার্ড পেলেন বর্ষা

Super Admin
২২ জুন ২০২৩

ভারতের মুম্বাইয়ে ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ শিরোনামের একটি অনুষ্ঠানে সফল নারী হিসেবে সম্মাননা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বর্ষা।

গত ১৭ জুন মুম্বাইয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

সম্মাননা প্রাপ্তি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বর্ষা বলেন, ‘এটা আমার জন্য অবশ্যই গর্বের একটি বিষয়। ভারতীয়রাও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে খোঁজ খবর রাখেন। শুধু অভিনয়ই নয়, কর্মক্ষেত্রেও সফলতার জন্য তারা আমাকে এ সম্মাননায় ভূষিত করেছেন। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, ১৬ বছর ধরে বিভিন্ন অঙ্গনে তৃণমূল থেকে উঠে আসা সফল নারীদের সম্মাননা দিয়ে আসছে মুক্তি ফাউন্ডেশন।


মন্তব্য
জেলার খবর