মন্তব্য
পীরগঞ্জ ( রংপুর ) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করাতে নিয়ে এসে মারা গেলেন এক বাবা। রোববার হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে ভেন্ডাবাড়ী বহুমূখী উচ্চবিদ্যালয়ে। মারা যাওয়া ব্যক্তির নাম আনজারুল হক। তিনি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, আনজারুল হক তার ছেলে দিলশাদ মিয়াকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করাতে নিয়ে আসেন। স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হকের কক্ষে ভর্তির যাবতীয় কাজও শেষ করেন। এরপর প্রয়োজনীয় কাগজাদির একটি ফটোকপি করতে কক্ষ থেকে বের হন, আর বারান্দায় আসতেই মাটিতে ঢলে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো স্কুল ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। স্কুল কর্তৃপক্ষ লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
আব্দুল হাকিম ডালিম/এমকে