কনসেপ্ট ফোন উন্মোচন করবে ওয়ানপ্লাস

২৪ জানুয়ারী ২০২৩

২৭ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আয়োজনে কনসেপ্ট ফোন উন্মোচন করতে যাচ্ছে ওয়ানপ্লাস। খবর গিজমোচায়নার।

 

চলতি বছরের এমডব্লিউসিতে ওয়ানপ্লাস আদৌ থাকবে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি। তথ্য ফাঁসকারী ম্যাক্স জ্যাম্বর কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন। তার তথ্যানুযায়ী, আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে একটি কনসেপ্ট ফোন উন্মোচন করবে ওয়ানপ্লাস। একে ওয়ানপ্লাস কনসেপ্ট টু নাম দেয়া হতে পারে।

 

বিশ্লেষকদের আশা, এ ডিভাইসে আধুনিক কিছু প্রযুক্তি ও ফিচার যুক্ত করা হবে। কনসেপ্ট সেলফোন হিসেবে এটি আলোর মুখ দেখলেও সংশ্লিষ্টদের আশা, মূল ডিভাইসেও এর কিছু বৈশিষ্ট্য থাকবে। ওয়ানপ্লাস কনসেপ্ট ওয়ানকে অনুসরণ করেই কনসেপ্ট টু ডিভাইসটি বাজারে আসতে পারে।


মন্তব্য
জেলার খবর