টুইটারের মতো মাইক্রোসফটেও গণছাটাই!

১৮ জানুয়ারী ২০২৩

প্রযুক্তির জায়ান্ট খ্যাত মাইক্রোসফট এবার টুইটারের পথে হাঁটছে। প্রতিষ্ঠানটি এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রাথমিকভাবে ৫ শতাংশ কর্মী অথবা ১১ হাজার পদ ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। লোকসান থেকে বাঁচতে এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির।

 

বিশ্বের অনেক প্রতিষ্ঠান এমন সিদ্ধান্ত নিচ্ছে। ঝুঁকিপূর্ণ প্রকল্প থেকে সরে আসছে এসব প্রতিষ্ঠান। গুগল, মেটার মতো জায়ান্ট প্রতিষ্ঠানও ব্যয়বহুল ও খরুচে প্রকল্প থেকে সরে আসছে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্তও নিয়েছে।

 

এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল মাইক্রোসফট। খবরে বলা হয়েছে, মানবসম্পদ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে হাজারও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সেক্টরে এটা হবে লেটেস্ট (সর্বশেষ) কর্মী ছাঁটাই। এক প্রতিবেদনে রয়টার্স এ খবর দিয়েছে।


মন্তব্য
জেলার খবর